দুটি চোখ বুঁজে রাখো যদি?
হয়তো কিছুই দেখবেনা
সুনীল আকাশ শ্যামল তৃনভুমি
স্বেচ্ছা অন্ধ হও যদিবা তুমি।
মনের চক্ষু রইবে তবু খোলা
কিছু স্মৃতি যেমন যায়না কখনো ভোলা।
যতই থাকুক মনে দ্বিধাদ্বন্ধ?
মনস্চক্ষে দেখবে মনের মানুষ
চর্মচক্ষু যদিবা থাকে বন্ধ।