আমি মনে মনে কবি প্রকাশ্যে কবিতা লিখিনা,
আমি মনে মনে পেখম ধরি প্রকাশ্যে কভু ধরিনা,
আমি মনে মনে অভিনয় করি প্রকাশ্যে তা করিনা,
আমি মনে মনে গান গাই প্রকাশ্যে গাইতে পারিনা,

আমি মনে মনে বাজাই বাঁশী প্রকাশ্যে বাজাইনা,
আমি মনে মনে আউলবাউল প্রকাশ্যে
তাইনা,
আমি মনে মনে সন্যাসী প্রকাশ্যে সাধনা করিনা,
আমি মনে মনে যুদ্ধে যাই প্রকাশ্যে যেতে পারিনা,

আমি মনে মনে করি লড়াই প্রকাশ্যে নড়তেও পারিনা,
আমি মনে মনে করি বড়াই প্রকাশ্যে ধরতেও পারিনা,
আমি মনে মনে সাজি বর প্রকাশ্যে পাইনি কনে,
আমি মনে মনে কত কথা বলি প্রকাশ্যে কেউনা শুনে,

আমি মনে মনে করি বহুবিয়ে প্রকাশ্যে থাকি একবৌ নিয়ে,
আমি মনে মনে করি প্রেম প্রকাশ্যে করিতে ভয়,
আমি মনে মনে জিতে যাই প্রকাশ্যে পরাজয়।