পবিত্র লাইলাতুল বারাত
প্রভুর করুনা বর্ষন-হবে আজ সারা রাত,
যতই গুনাহ গার হও বাড়াও যদি হাত
প্রথম আসমানে প্রভু রয়েছেন সাক্ষাত।
আজ রাত মাগরিব হইতে ফজর
বান্দাদের উপরে রইবে প্রভুর নেক নজর।
কায় মনে করো যদি সবে ফরিয়াদ
মিটায়ে দিবেন আল্লা,ভুলভ্রান্তি প্রমাদ।
শুনি এই আশার বাণী করিয়া একিন
উঠাইয়াছি দুই হাত হে-রাব্বুল আলামীন,
নিজগুনে দিও মাফ না বাসিও ভিন
সকলে মিলিয়া বলো আমীন-আমীন।