মাটির প্রতিমা তুমি আমি এক মাটির মানুষ
মাটিতে মিশিলে মাটি নেই কোন দোষ।
মাটি শুধু মাটি নয় কাঞ্চনের বাটি
মাটির মিলনে মাটি হয় আরো খাঁটি।
দেহের গড়নখানা কতো পরিপাটি
বসন ভুষনে ঢাকা থাকে মাটি
কতো যে গড়িমা এই মৃত্তিকার গায়
মাটির মানুষ হয়ে বুঝা বড় দায়।