মাটির মানুষ আমি নই দেও ভুত
ক্ষত নেই ত্রুটি নেই নেই কোন খুঁত।
মাটির মানুষ আমি অবাক বিস্ময়
যাহাতে পয়দা আমি তাই আমার পদানত রয়
আরো যতো বস্তু আছে প্রভুর কৃপায়
দিবা রাত্রি লেগে রয় আমার সেবায়।
প্রভু আমায় শেখালেন
তাঁর কতো নাম অন্যদের আদেশ দিলেন
মাটির এ মানুষকে তোমরা করি ও প্রনাম।
প্রভুর আদেশ সবে মানে শিরোধার্য্য
আযাজিল প্রশ্ন করে এ কেমন কার্য্য?
আমি যে আগুনে তৈরী মাটি না ভঁজিব?
অন্যতা আদেশ করুন প্রানটা ত্যাজিব।
মাটির ভঁজনে যার এতো অসম্মতি
শেষে তার নাম হলো ইবলিশ দুর্মতি।
জুটিয়াছে ভাগ্যে তার ধিক তিরস্কার
প্রভুর দরবার হতে হলো বহিস্কার।
মাটি নিয়ে বিবাদের এইতো সুচনা
মনুষ্যত্ব বিনাশের কতো প্ররোচনা।
মাটি দিয়ে শুরু আমার মাটিতে খতম
ক্ষয় আছে লয় নাই খোদার কসম।
আয়ু আর বায়ু নিয়ে করিনা বড়াই
আখেরে কি হবে তাইতো ডরাই?
দম নিয়ে গেলে যম ধরা পড়লে ভুল
কড়া গণ্ডায় দিতে হবে ভুলের মাশুল।
শক্তি নয় ভক্তি দিয়ে দুর করি ভয়
তাঁহার চরন ভঁজি যিনি দয়াময়।
মাটির মানুষ আমি ইবলিশ অধম
তার কথায় চলবনা খোদার কসম।