মানুষ হওয়ার সাধন ভজন করো,
সৎ মানুষের সঙ্গ ধরো
ধর্মকথা মানো মর্মকথা শুনো
নইলে তুমি আসল মানুষ হবেনা কোন ‌দিনও।
মিথ্যাচারি ছেড়ে সত্যবাদী হও
সত্য পথে চলো সত্য কথা কও।
স্বার্থপরি ছেড়ে পরোপকার করো,
উচিত কথা বলতে গিয়ে ভয় পেওনা কারো।
ন্যায় অন্যায়ের ফারাক
বুঝে, ন্যায়ের পক্ষ ধরো।
অত্যাচারি হত্যাচারি ছাড়ো
মায়া দয়া বক্ষে ধারণ করো।
সংযমী মিথব্যয়ী হও
ত্যাগ করো স্বেচ্ছাচারী চলা,
মিষ্টভাষা অর্জন করো, বর্জন করো কটুবাক্য বলা।
নিয়মনীতি মানো সমাজে আনো শান্তি শৃঙ্খলা।
অন্তরে জাগ্রত করো মনুষ্য মুল্যবোধ,
ক্ষমা করা উচিত যেথায়, সেখানে ‌নিওনা‌ প্রতিশোধ।
কুমতি কুজন থেকে চলিও তফাৎ রেখে।
সুজনের সঙ্গে রও, মানুষ তুমি মানুষ হও।

তাং-২৩-০৭-২০২১ ইং