আহার বিহার তন্দ্রা আর নিদ্রা।
আরাম আর আয়েশ ভোগ ও খায়েস।
কামনা বাসনা বিরহ ও যাতনা।
জরা ও ব্যাধি বিবাহ আর শাদী।
লাভ আর লোকসান মান ও সন্মান।
আমোদ আহলাদ বিবাদ বিসম্বাদ।
লোভ হিংসা- প্রেম ভালোবাসা।
শাপ আভিশাপ-পুন্য আর পাপ।
শোক সন্তাপ-আফসোস আর পরিতাপ।
অনূনয় বিনয়-চাতুরী অভিনয়।
প্রীতী আর প্রনয়-আলাপ পরিচয়।
ত্রুটি আর ভুল-তামাশা গণ্ডগোল।
ঘাত প্রতিঘাত-বেঁদনা সংঘাত।
ভক্তি অনুরাগ-অবহেলা বিরাগ।
বিলাস আর অভিলাষ-কৌতুক পরিহাস।
অশ্রু ও রোদন-আনন্দ হূতাসন।
সৌহার্দ্য ও সম্প্রীতী-বিদ্বেষ আর কুমতি।
অন্যায় আর ন্যায়নীতি-সাহস আর ভয়ভীতি।
অসদ ও সদাচার-সংস্কার ও কুসংস্কার।
নিষ্টা ও ন্যায় বিচার-অনিষ্ট ও অবিচার।
সংস্কৃতি ও ধর্মাচার-দাসত্ব আর স্বাধিকার।
অর্থ আর স্বার্থ জ্ঞান-পরহিত ও পর কল্যান।
দুর্দশা ও দুর্গতি-সুমতি আর সদগতি।
শাস্ত্র আর সংবিধান-মুর্খ ও বিদ্বান।
সাধু আর সাধারন-ঋষি ও মণীষীজন।
সাধিকা আর তাপসী-বধু ও রুপসী।
নর নারী যুগল-আস্তা ও মনোবল।
রাখিবে একে- অন্যের পরে।
সম মর্যাদা আর অধিকার-পাবে পরস্পরে।
তন্মধ্যে অগ্রগন্য সকল মানুষের জন্য।
ছয়টি মৌলিক-মানবাধিকার।
অন্য,বস্ত্র,বাসস্থান-সুশিক্ষা,সুচিকৎসা,আর সুবিচার।
মানবলীলায় অনিবার্য্য উল্যেখিত ছয়টি কার্য্য।
সকলের তরে হয় যেন সমানভাবে ধার্য্য।