লাভের ঘরে তালা থাকুক
ভাবের ঘরটি খোলো
লাভ লোকসানের
হিসাব নিকাশ
অনেক দিন তো হলো।
অবসরে না হয় আমায়
বেসো তুমি ভালো
তাও যদি না পারো
নাইকো দাবি দাওয়া
জীবন জুড়ে থাকুক
তোমার শান্তি সুখের হাওয়া।
তুমি থকো তোমার মত
আমি ও যাই চলে,
ফিরিয়ে দেওয়া মালাটি
থাকলো আমার গলে।