মাদক খাদক ভণ্ডসাধক মদে খুঁজে অমিয় সুধা
মদের গ্লাসে চুমুক দিয়ে কয়-পান করিলাম
স্বর্গসুধা।
গাঁজা সেবন সাধনপন্থা-সাধনা হল আত্মহন্থা
গাঁজা খেয়ে নেশার ঘোরে
উর্দ্ধলোকে হাত পা ছোঁড়ে,
কয়-সন্দেহ আর নয় মুই হনুরে-মহারাজা।
মন্ত্রী সান্ত্রী কই গেলিরে
আনতো আরেক ছিলিম গাঁজা।
আজকে আমার খুলেছে দিল
আমায়-যত পারো দাও ফেনসিডিল।
রাজার সাথে মিলবে এসো যত দুঃখী দীন
সাথে এনো অন্তত এক পুঁতলা হেরোইন।
প্রজা পালন করতে আমি স্নায়ু চাপে থাকি
আফিম কিংবা ভাঙ,তাই তো হাতের কাছে রাখি।
বিড়ি চুরুট না খাইলে হয়না আমার ঘুম
তামাক চাষে প্রজাগণে দিলাম তাই হুকুম।
রাজার হুকুম বলে-বিচিত্র কৌশলে
রাজ্য জুড়ে পড়ে গেলো তামাক চাষের ধুম।
*সতর্কীকরনঃ
যারা মাদক সেবক তারা নীরব আত্মঘাতী ও পরোক্ষ হন্তারক।
রাজা হউক আর প্রজা হউক
সচেতন গণ অভ্যুত্থানে
এদের মুলোৎপাটন জরুরী।