কেউ মাগে অন্নবস্ত্র ভিক্ষা
কেউ মাগে বিদ্যাবুদ্ধি শিক্ষা।
কেউ মাগে জায়গা জমি বাসস্থান
কেউ মাগে খ্যাতি মানসম্মান।
কেউ মাগে কামিনী-কাঞ্চন
কেউ মাগে ক্ষমতাশক্তি
কেউ মাগে জনসমর্থন।
কেউ মাগে খাতির যত্ন
কেউ মাগে অর্থকড়ি- ধনরত্ন।
কেউ মাগে আরাম আয়েশ
কেউ মাগে রুটিও পায়েস।
কেউ মাগে দই-দুধ-
কেউ মাগে ছায়ানীড়
কেউ মাগে খরতপ্ত রোদ।
কেউ মাগে নির্জন নীরবতা
কেউ মাগে জন কোলাহল
কেউ মাগে শান্তশিষ্ট চুপচাপ
কেউ মাগে মুখর চঞ্চল।
কেউ মাগে পুণ্য-প্রেমভক্তি
কেউ মাগে শুরাপাত্র-
কেউ মাগে নেশাও আসক্তি,
কেউ মাগে মোহমায়া মুক্তি।
কেউ মাগে প্রীতিও প্রণয়
কেউ মাগে রোগব্যাধি নিরাময়।
কেউ মাগে কূটচাল কূ-বুদ্ধি
কেউ মাগে পবিত্রতা আত্মশুদ্ধি।
কেউ মাগে দাম্ভিক জীবন পরিক্রমা?
কেউ মাগে ভুলত্রুটির বিনম্র ক্ষমা।
১৩ নভেম্বর ২০২২ রোববার,
রাত্রি তৃতীয় প্রহর।