চঞ্চুধারা সূতীক্ষ্ণ নয়নতারা ধ্যানমগ্ন
জলাশয় পাড়ে ঝোপঝাড় সংলগ্ন-
নয়তো বাঁশের খুঁটিতে পাতে আসন
যদ্যপি না হবে মীন দরশন।
নীরব দর্শকের মতো বসে চুপচাপ
উদাসীন অনড় অচল নেই শোকতাপ।
জল যদি নড়েচড়ে মাছে মারে লাফ
তীরবেগে উড়ে গিয়ে জলে দেয় ঝাঁপ।
মুহুর্তে ফিরে এসে চড়ে বসে ডাঙা
সুচতুর পক্ষীটির নাম মাছরাঙা।