আমি বলছিনা আমাকে তোমার
ভালোবাসতেই হবে,
আমি বলছি আমি তোমাকে ভালোবাসি।
তোমার খোঁপাখোলা চুল হাওয়ায় উড়তে দেখলে আমার বড়ো ভালোলাগে।
পড়ন্ত বিকেলে দুতলার জানালায় তুমি এসে দাঁড়ালে তোমার চোখে মুখে রোদের ঝিলিক দেখতে আমার চোখে পলক পড়েনা।
আমি রাস্তার কিনারে কৃষ্ণচূড়া গাছের আড়ালে দাঁড়িয়ে থাকি।
মাঝে মাঝে পুকুর পাড়ে আসো তুমি, পুকুরে ফুটন্ত লালপদ্ম কিঃবা হাঁসের সাঁতার দেখতে মগ্ন থাকে তোমার চোখ।
আর আমি চেয়ে থাকি অপলক তোমার মুখে, তুমি চোখ তুলে চাইলে চোখাচোখি হতেই, আমি মুখ ফেরাই অন্যদিকে তুমিও চোখ নামিয়ে ঘুরে চলো ঘরে।
এর কোন মানে নেই হয়তো তোমার কাছে?
ব্যাপারটি তোমার জানাও নেই একদম,
আমি কেন চাই চেয়ে থাকি?
অবশ্য বিষয়টি তোমাকে জানাতে আমার ইচ্ছে প্রবল ভয়সংশয়ও ততোধিক।
তথাপি মনে মনে শত সহস্রবার হাওয়ায় উড়িয়ে দেই আমি তোমাকে ভালোবাসি।
তাই বলে আমি বলছিনা আমাকে তোমার ভালোবাসতেই হবে।
আমি তোমাকে ভালোবাসি একথা সহজে বলতে পারেনা কেউ কাউকে,
মনে মনে যে কেউ কাউকে ভালোবাসতে পারে,
ভালোবাসা বড়ো সহজ ভালোবাসা বড়ো কঠিন।