ভালোবাসা মানে তুমি আর আমি
ভালোবাসা মানে আমি নয় তুমিই দামী
ভালোবাসা মানে মেনে নেওয়া
একে অন্যের পাগলামি।
ভালোবাসা মানে ভুলভ্রান্তির নিঃশর্ত ক্ষমা
ভালোবাসা মানে তোমাকে দিয়েছি সব
কিছুই রাখিনি জমা।
ভালোবাসা মানে তুমি ব্যথা পেলে
আমি বিষে মরি
ভালোবাসা মানে তোমার সুখশান্তি
কামনা করি।
ভালোবাসা মানে একজনে অন্যের
পথপানে চাওয়া
ভালোবাসা মানে তুমি কিছু পেলে
আমারও পাওয়া।
ভালোবাসা মানে তুমি না খেলে আমিও খাবনা
ভালোবাসা মানে তুমি না গেলে আমিও যাবনা।
ভালোবাসা মানে লাভ লোকসানে
আধাআধি ভাগ
ভালোবাসা মানে দুজনের সম অনুরাগ।
ভালোবাসা মানে নীল আসমানে
চন্দ্র সূর্য আর অজস্র কোটি তারা
ভালোবাসা মানে সমানে সমানে
সুখ আর দুঃখের ভাগবাটোয়ারা।
ভালোবাসা মানে একান্ত গোপনে
একে অন্যকে মনের কথা বলা।
ভালোবাসা মানে হাতে হাত রেখে
পাশাপাশি পথচলা।
তারিখ ২৮/৫/২০২০ ইং