বেঁচে আছি তাই পাই ফুলের গন্ধ
বেঁচে আছি তাই প্রশংসা পাই
বেঁচে আছি তাই শুনি নিন্দামন্দ।

বেঁচে আছি তাই মশার কামড় খাই
বেঁচে আছি তাই করি বড়াই লড়াই।

বেঁচে আছি তাই ক্ষুদাতৃষ্ণা জাগে
বেঁচে আছি তাই রুটিরুজি লাগে
বেঁচে আছি তাই দুঃখবোধ জাগে।

বেঁচে আছি তাই ভুল বোঝাবুঝি
বেঁচে আছি তাই করি খোঁজাখুঁজি।

বেঁচে আছি তাই প্রেম ভালোবাসা
বেঁচে আছি তাই করি সুখের আশা।

বেঁচে আছি তাই অনুতাপ
বেঁচে আছি তাই অভিশাপ
বেঁচে আছি তাই করি পূণ্যলাভ
বেঁচে আছি তাই আছে ভক্তিভাব।