মেহেদীর রঙিন কারুকাজ অঙ্কিত, এই রম্য রমণীয় হাতের কোন ছবি যদি, আমি তুলে না রাখি আমার ফোনে? তবে আমাকে আমার মুঠোফোন ক্ষমা করবেনা জীবনে।
আমি যদি এ হাতের ছবি আমার মোবাইল স্ক্রীনে,
দিনে শতাধিক না হোক অন্তত শতবার না দেখি?
তবে আমার এই অত্যাধুনিক ফোনের পর্দা আমাকে করবে তিরস্কার।
এই হাতের সৌন্দর্য্য ক্যামেরা বন্দি করেই যদি, আমি আমার দায় সারি? এই সৌন্দর্য্যের গুনবিচারের গুরুভার এড়িয়ে যাই? তবে আমার এ-অপরাধ, আমার কাছেই হবে অমার্জনীয়।
এই সুন্দর হাতকে আমি যদি সুন্দর না বলি, তাহলে
এর অপমানবোধে আমার চোখের অশ্রুরোধ করা আমার পক্ষে অসম্ভব হবে।
এই সুন্দর হাতকে যদি আমি, সুন্দর না বলি? তবে
জগতের সকল সুন্দর দৃষ্টিনন্দন দৃশ্য ও দর্শনীয় বস্তূর প্রতি অবিচার করা হবে।
এই দৃশ্যমান সুন্দর হস্ত
আমার দৃষ্টি গোচর হবার পরও, আমি যদি না দেখার ভান করি? তবে আমার চোখে চুলকানি, জ্বালাপোড়া, এমনকি দৃষ্টি ক্ষমতাও হারাতে পারি।
এই সুন্দর হাতকে সুন্দর না বললে এই কার্পন্য আমায় বোবা বানিয়ে দিতে পারে।
এই হাতের নাড়াচাড়া কিংবা চুড়ির রিনিঝিনি শব্দ যদি আমি না শুনি? তবে বলবো আমি চির দিনের বধির।
মধ্যমায় অঙ্গুষ্ট শোভিত
এই হাতের, নাগাল পেতে অপারগ হয়ে, যদি আমি অন্তত মনে মনেও এ-হাতে চুমো দিতে ব্যর্থ হই? তবে আমি কোন কাজের যোগ্য নই।
তাই আমি বাধ্য হয়ে
আমার বোধিজ্ঞান তোলপাড় করা, সমস্ত সৌন্দর্যবোধের সুউচ্চ শিখরস্পর্শী মুগ্ধতা নিবেদন করছি, মেহেদী মাখা ওই শোভনীয় হাতে।
❤️🧡💛