তুমি ছাড়তে চাইলেও
আমি তোমায় ছাড়বোনা
তুমি ভুলতে চাইলেও
আমি ভুলতে পারবোনা।
তুমি যখন কথা বলো
শব্দেরা পায় প্রাণ
কিছুবা তার কবিতা হয়
কিছুবা হয় গান।
তোমার কাছে চাওয়া পাওয়ার
রয়েছে অনেক বাকি
তাই তোমাকে প্রীতিডোরে
নিত্য বেঁধে রাখি।
যতদিন বাঁচি যতদিন আছি
থাকবো তোমার কাছাকাছি
শুনবো তোমার গান
দিব্যি দিলাম যেওনা তুমি
করনা অভিমান।