ক্ষমা করো ধৈর্য্য ধরো ক্ষমায় আছে জিত,
ভুলের স্বীকারোক্তি দিলে ক্ষমা সমুচিত।
ক্ষমার মাঝে আছে জমা মহত্বের গুন,
সাগরজলে যেমন করে মিশে আছে নুন।
ক্ষমাতে ভয় নাই ক্ষয় নাই,ক্ষমা অকুতোভয়,
ক্ষমাতে হার নাই মার নাই,ক্ষমাই বিজয়।
হিংসা বিদ্বেষ শত্রুতা, নিরাময়ে ক্ষমাই ওষুধ,
জুলুম আর জালিমের ক্ষমা নাই,চাই প্রতিশোধ।
ক্ষমা হোক সর্বদা মজলুমের পক্ষপাতী,
অন্যায়ের ক্ষমা নাই সে ক্ষমা আত্মঘাতী।
অসাধু অসতের চাই সমুচিত শাস্তি,
এর কোন আপোষ নাই,ক্ষমা এতে নাস্তি।
উৎসর্গ: আমার প্রিয়তমা সহধর্মিণী মোছাঃ রেজনা বেগম কে,পরম ভালোবাসায়।
তারিখ: ৩১-০৭-২০২০ ইং