মোদের ভালোমন্দ সব তোমার জানা
মোরা গোনাহগার,প্রভু চাই শুধু পানাহ
দয়া করে দয়াময় রাজী হয়ে যাও
খাতা কসুর যা আছে,ক্ষমা করে দাও।
ক্ষমা ভিক্ষা দাও যদি দরোজা বুলন্দ
করে দিও নিজগুণে হে দয়াবন্দ।
তোমার কালাম সত্য সেখানে দিয়েছো তত্ত্ব
"লা ত্বাকনাতু মির রাহমাতিল্লাহ"
এই তত্ত্বগুণে আশা ভরসা জাগে-গোনাহগার চিত্তে,
পরম ক্ষমাশীল তুমি অধম পাপী আর তাপি'র নিমিত্তে।
সুতরাং তুমিই তো দিয়েছো অভয়
আমরা দোষের দোষী তুমি ক্ষমাময়।
নিরাশার সাগরে প্রভু তুমি কূলকিনারা
পাপ বোজাই মানবতরী'র পরম আশ্রয়।