ক্ষমতাই দেখি শুধু ক্ষমা তো দেখিনা
ক্ষমতার দামে হয় ক্ষমা বেচাকেনা।
ভুলত্রুটি ক্ষমা চেয়ে মিলেনা নিস্তার
ক্ষমার বদলে হয় ক্ষমতা বিস্তার।
ক্ষমতার উপরে নাই মমতার জোর
ক্ষমতা যেখানে যায় ক্ষমা হয় দুর।
ক্ষমাহীন পৃথিবীতে জমা হয় পাপ
সুখশান্তি বিতারিত রয় অনুতাপ।
বিলুপ্তির অতলে আজ ক্ষমাও আপোষ
ক্ষমতার পদতলে হয়েছে পাপোশ।