ক্ষমা করো আমাকে হে বিশ্ব
বিশ্বাস করো কবিরা বড়ো নিঃস্ব।
শরীরে তেমন নেই শক্তি বল
হাতে একটি কলম'ই সম্বল।
আরো আছে জীর্ণ একটি খাতা
কবিতা লিখে ভরেছি তার পাতা।
প্রশংসা কোন মিলেনি এজন্য
জোটেনি এতে দানা পানি অন্ন।
কবিতা লিখে জেগেছি শুধু রাত
ভুখি'র মুখে পারিনি দিতে ভাত।
দুঃখ দেখে নীরবে শুধু করেছি অশ্রুপাত
দুখির সেবায় লাগাতে পারিনি হাত।
সৃজন বেঁদনায় আমি থাকি অস্তির।
আমি এক ব্যথিত কবি এই পৃথিবীর।