কবির কোন পাঠশালা নেই জীবনই তার শিক্ষা গুরু
এখান থেকেই হয় কবির শিক্ষা দীক্ষা শুরু।
অমিলের মাঝে কবি খুঁজে বেড়ান মিল?
নিস্তরঙ্গ জলের মাঝে ছুঁড়ে মারেন ঢিল।
ঢেউয়ের মাথায় সূর্য্য কিরন ঝিলিক দিয়ে যায়,
ভরে ওঠে কবির নয়ন অপার মুগ্ধতায়।
চন্দ্রালোকে কবির বুকে আবেগ উথলায়,
সে সব ভাবের কথা কবি লিখেন কবিতায়।