কিছু কথা আছে কেউ কাউকে বলেনা
কিছু কথা আছে কবিতায় লেখা চলেনা।
কিছু কথা আছে কেউ কাউকে কয়না
কিছু কথা আছে পত্রিকায় ছাপা হয়না।
কিছু কথা জমা রয়ে যায় স্মৃতির পাতায়,
কিছু কথা লেখা যায়না ডায়েরী খাতায়।
কিছু কথা নিজের সঙ্গে নিজেকেই বলা
কিছু কথা চলতি পথে শুনে পথ চলা।

কিছু কথা না বলেই চুপ থাকা ভালো
কিছু কথা বলা মানা বলতে ইচ্ছে ছিলো।
কিছু কথা কাউকে প্রকাশ্যে না বলা উত্তম
কিছু কথা আগে পিছে হয়ে যায় বেশকম।
কিছু কথা বলতে গেলে মুখে আটকে রয়
কিছু কথা শুনতে গেলে মনে লাগে ভয়।