তোমার নরোম নাকের নোলক হব
নাচো যদি তুমি আমি তবে ঢোলক হব
বাঁশী হলে তুমি আমি তবে বংশীওয়ালা হব
চাঁদ কপালে সিঁদুরে টিপ হব
নরোম গালে পরম প্রেমে কামরাঙা চুমো দেব।
চিকন ঠোঁটে সপ্তরংয়ের পালিশ হব
মাথার নিচে শিমুল তুলো'র বালিশ হব
নাভীর নিচের নোনাজলে ইঁলিশ হয়ে সাঁতার দেব।
চরনপরে আলতা হব চরনতলে ঘাস হব।
গায়ে পড়ার জামা হব্ বুকের অন্তর্বাস হব
কানে মোতির দুল হব গলায় সোনার হার হব বেঁনারশীর পাঁড় হব।
চরম শীতে গরম কাঁথা হব প্রখর রোদে মাথার ছাতা হব।
আলিঙ্গনে জড়িয়ে নেব চোখের পাতায় ঘুম হব
গরম যদি লাগে শীতল বাতাস হব
শরম যদি লাগে বুকের মাঝে মুখ লুকানোর জায়গা তোমায় দেব।