বজ্রের আওয়াজে তুমি কি ভীত অভিভুত হবে,যদি তোমার হৃদপিণ্ডের
আওয়াজ বন্ধ হয়ে যায়?
সমদ্রের নোনা জলে তুমি কি কলের জাহাজ চালাতে পারবে
যদি তোমার নয়নের লবনাক্ত ঝরনাধারা আর রোমকুপের নুনতা ফোয়ারা শুকিয়ে যায়?
বৃষ্টি বাদলা নদীনালা খালবিল পুকুর ডোবা
বৈদ্যুতিক মোটর কিংবা চাপকলে পাতাল থেকে উত্তোলিত পানি কি তোমার জল তেষ্টা
মেটাতে পারবে,যদি তোমার মুখ গহ্বরের
গভীর নলকুপে সুমিষ্ঠ পানির প্রস্রবন বন্ধ হয়ে যায়?
পশমের কম্বল কি তোমার শীত নিবারন
করতে পারবে,যদি তোমার দেহের আনবিক চুল্লি বন্ধ হয়ে যায়?
তুমি কি বাতাসের ভরে বিমানে চড়ে আকাশ পথে উড়তে পারবে,
যদি তোমার নাসিকার সুড়ঙ্গ পথে বায়ু চলাচল বন্ধ হয়ে যায়?