মন যে কখন।
                     কবিঃ ঝুমা রায় ঝুমি।                    

কিভাবে যেন এক মনেতে আরেক মন
কিভাবে যেন আড়ালে প্রেম সঙ্গোপন
কিভাবে যেন মন ছুঁইলো তোমার মন।

কেন এমন মনের ঘরে বাউল মন
কেন যে আজ উদাসী বায়ু মন কেমন।
কেন যে আজ তোমার কথা বারেবারেই
কেন যে আজ মন ছুটেছে তোমার ধারে।

কখন যেন মন বলেছে আমার কানে
মন উড়েছে ওই সুদূরে তোমার টানে।
কখন যেন নিখোঁজ হয়ে তোমায় খোঁজে
অশ্রু মুছে নীরবে শেষে চোখটি বুঁজে।

মাত্রাবৃত্ত ছন্দঃ পর্বঃ৩ঃ
মাত্রাঃ ৫+৫+৪(৫+৫+৫)

কবি ঝুমা রায় ঝুমি আমার অত্যন্ত প্রিয় একজন কবি, ফেসবুকের বিভিন্ন গ্রুপের উপলক্ষ ও আয়োজনে তাঁর কবিতা আমার বারবার পড়বার সুযোগ ও সৌভাগ্য হয়েছে। এতে আমি তাঁকে মানবিক প্রেম বিরহ রোমাঞ্চ ও মানুষের মনোদৈহিক টানাপোড়েনের ভাবব্যক্তি প্রকাশে পারঙ্গম ও সিদ্ধহস্ত এক কবি হিসেবে সনাক্ত করেছি। এবং আমি বারবার তাঁর অসংখ্য কবিতা পড়ে মন্তব্যে আমার মুগ্ধতা জানিয়েছি।
আজ আমি এখানে আলোচনার জন্য আমার এই প্রিয় কবির অসাধারণ একটি কবিতা বাছাই করে এনেছি, কবিতার শিরোনামঃ "মন যে কখন"
আলোচ্য কবিতায় মানব মন যে কতো বিচিত্রগামী ও সহস্র দুয়ারী তার এক সরল বিবরণ বিবৃত করেছেন কবি, ছন্দোবদ্ধ রূপে। কবিতার সুচনায়'ই প্রথম স্তবকের প্রথম চরনে কবি বলছেন: কিভাবে যেন এক মনেতে আরেক মন/ এর মোদ্দাকথা মানব মন সংক্রামক ব্যধির মতো বড়ো ছোঁয়াচে, এক মন আরেক মন ছুঁয়ে যায় কিন্তু এই ছোঁয়াচ টের পাওয়া যায়না। এর বদৌলতে যা হয় তার লক্ষণ টের পাই দ্বিতীয় চরনে: কিভাবে যেন আড়ালে প্রেম সঙ্গোপন/ সত্যিই এই গোপন ঘটনাটিই ঘটে একটি মন আরেকটি মনকে ছুঁইলে। তৃতীয় চরনে তা খোলাসা করেন কবি এইভাবে: কিভাবে যেন মন ছুঁইলো তোমার মন/

এরপর দ্বিতীয় স্তবকে কবির প্রশ্ন নিজেকেই: কেন এমন মনের ঘরে বাউল মন/কেন যে আজ উদাসী বায়ু মন কেমন?/ অতঃপর কবি তৃতীয় ও শেষ স্তবকে নিজেই উত্তর দিচ্ছেন: কখন যেন মন বলেছে আমার কানে/ মন উড়েছে ওই সূদুরে তোমার টানে/ অতএব মনের যে কত পাখনা ও পেখম, কবি সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে সক্ষম হয়েছেন আলোচ্য কবিতায়, সুতরাং এই কবিতাটি একটি সফল মনোবৈজ্ঞানিক ধারাপাত।
কাল থেকে কালান্তরের স্রোতে সন্তরন করে এটি পৌঁছে যাবে আজ থেকে আগামীর পাঠক সমীপে আমাদের এই আশাবাদ রইলো, আমরা কবির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

কবি পরিচিতিঃ
কবি ঝুমা রায় ঝুমি।
জন্মঃ১২ অক্টোবর ১৯৮২ ইং
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলে,পিতা: শ্রী প্রদ্যোৎ কুমার গাঙ্গুলী অবসরপ্রাপ্ত আইন শিক্ষক,মাতা: শীযুক্তা সীমা গাঙ্গুলী গৃহিণী। তাঁরা দুইবোন ও এক ভাই, তিনি সকলের ছোট।
পড়াশোনা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্কুল ও কলেজে বাঙলায় মাস্টার্স, ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিতা ও এক পুত্র আর এক কন্যা সন্তানের জননী।
পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী।অবসরে কবিতা ও কলম চর্চা তাঁর প্রাত্যহিক অভ্যাস।

আলোচকঃ
মোঃ সাদিকুর রহমান রুমেন।
কবিও সমালোচক।
গ্রামঃ জামালপুর, থানাঃ জগন্নাথপুর,
জেলাঃ সুনামগঞ্জ,
বাংলাদেশ।