যে গল্পের শেষ নেই শুরু ও ছিলনা
আদিও বর্তমানের নেইকো তুলনা
সে গল্পের রচনা যাঁহার কলমে
উপমা রহিত তিনি দৃশ্যও অদৃশ্য আলমে।
শক্তির ওপারে তিনি ভক্তির কিনারে অধিষ্ঠান,
তর্কের অতীত তিনি বিশ্বাসে মিলে সন্ধান
লাগেনা বিগ্রহ কোন-কোন উপাচার
ভক্তের মনস্চক্ষে দেখা মিলে তাঁর।
অকূলের কূল আর অন্ধকারে আলো
তাহাঁর অধীনে সব, মন্দ আর ভালো।
অগত্যার গতি আর জগতের পতি
তাহাঁর অধীনে সব,লাভ ক্ষয়ক্ষতি।
দুর্বলের বল আর নিস্ফলের ফল
অসহায়ের সহায়,নিঃসম্বলের চির সম্বল।
অচলের চলৎশক্তি,নির্বাকের বাকশক্তি
সর্বস্বান্তের বলভরসা-নিরাশের আশা
ভাবুকের ভাবনাচিন্তা,প্রেমিকের প্রেম ভালোবাসা।
নিরন্নের অন্নদাতা-অনাথের নাথ
অসীম দয়ালু দাতা-পরম জগন্নাথ
অতলের তল আর নিশ্চিহ্নের চিহ্ন
নিরাশ্রয়ের আশ্রয় নাই তিনি ভিন্ন।
প্রাণীর প্রানেশ্বর-নির্জীবের সজীবতা
শূন্যকরে ভরে দেন,বৃক্ষ তরুলতা
বীরের বীরবাহু-ভীতূর সাহস
অসারে সার দাতা-শুষ্কতায় রস।
অচেতের চেতনাশক্তি-অজ্ঞানের জ্ঞান
অবাধ্যের বাধ্যতা-ন্যায়নীতি বিধান।
অ-বশ তাঁর বশবর্তী,দূর ও নিকট
সব তাঁর দৃষ্টিগোচর-দৃশ্যমান অদৃশ্য চিত্রপট।
মায়াদয়া প্রেমপ্রীতি স্নেহ ভালোবাসা সন্তানের টান,
পিতৃমাতৃ ভক্তি উদারতা দান,ক্ষুদাতৃষ্ণা রোগ শোক ব্যথাব্যধি
ক্ষোভ লোভ সুখশান্তি আনন্দ-প্রেরণা অনুপ্রেরণা ইত্যাদি।
সকল দোষগুণ কার্য্যকারণসূত্র উৎপত্তি স্থল তিনিই আদি,
তথাপি নির্মোহ মুক্ত থাকেন-কখনো স্পর্শ করেনা তাঁকে কোন বিষয়াদি।
অরন্য নগরবসতি সাগর পাহাড় পর্বতগুহা-বৃক্ষতরুলতা আসমান জমিন
আগুন পানি বায়ু মাটি রাত্রিদিন। গ্রহতারা'র আবর্তন জন্মমৃত্যু
নিদ্রাজাগরণ-সব তাঁর অধীন।
একমাত্র তিনিই স্বয়ম্ভর স্বাধীন।
মানব দানব ফেরেস্তা কীটপতঙ্গ প্রাণী
সকল ঐশ্যরিক গ্রন্থ আর যত বাণী
সকলের নিমিত্ত তিনি নিয়ন্তা সবকাজে
সবাকার পয়দা করে নিরাকার নিজে।
ফকিরের জিকির আর সাধকের সাধনা
ভক্তের ভক্তোচিত গীতি আরাধনা।
সকল রঙের আদি নিজে নিরঞ্জন
নীরব নিশ্চূপ তবু অনন্ত গুঞ্জন।
অনুপরমাণু শক্তি বিস্তৃত বিরাট স্বরাট, রাজাধিরাজ তিনি অনন্ত অসীম-তাঁর রাজ্যপাট,
একাকী একক তিনি অদ্বিতীয় মহান সম্রাট।