হে বিদেশী বন্ধু তোমায় বাংলাদেশে সাদর আমন্ত্রণ
বঙ্গোপসাগর দেখবে আর দেখবে সুন্দরবন।
শাহজালাল ইয়ামনি আরো সঙ্গীশিষ্য
তিনষাট দরবেশ এ মাটিতে শয্যা নিয়েছেন
তাই পূণ্যভুমিতে গণ্য হয় এই দেশের মাটিখানা
নিরবধি চলে এখানে ভাব ভক্তির উত্তরসাধনা।
আরো কত সাধুগুণীজন-সন্যাসী দরবেশ,
এদেশে জন্ম নিয়েছেন লিখে হবেনা শেষ।
নয়নাভিরাম দৃশ্য আর দর্শনীয় স্থান!
এদেশের মানচিত্র জুড়ে করছে অবস্থান।
সামান্য বিবৃতিতে তা কতোটুকু হবে স্পষ্ট!
বিস্তৃত বর্ণনা লিখলে পড়তে হবে কষ্ট।
তথাপি সামান্য কিছু লিখতে করলাম পণ!
এতে যদি এদেশ ভ্রমনে স্থির করো তুমি মন?
বিশ্বঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে নিয়ে যাবো তোমায়,
বিশ্বের সব পরিযায়ী পাখির আনাগোনা যেথায়!
সিলেটের কমলালেবু আর চায়ের সবুজ বনে!
তুমি এলে আমরা সবাই যাবো বনভোজনে।
আরকুম শাহ সিতালংশাহ পাগলা কানাই হাছন রাজা, রাধারমণ দত্ত,
উকিল মুন্সী আব্দুর রশিদ সরকার আব্দুল করিম শাহ'র মতো
গানের পাখি সুরের পাখির নাম বলবো কতো?
খোল করতাল তবলা-ঢোল, বাশরী একতারা হাতে
আউল আছে বাউল আছে শুনাবে তোমায় গান!
মুখে তুলে খাওয়াবো তোমায় তবক দেওয়া পান।
হাওর বাওর খালেবিলে নদী সাগর উপকূলে বাইবে তুমি নাও!
ধরবে তুমি মাছ, শাপলাশালুক তুলতে পারবে যত তুমি চাও?
ঘুরতে যাবে গঞ্জের হাটে খেলতে যাবে গ্রামের মাঠে!
ধানের জমি দূর্বাঘাস আর শর্ষেক্ষেতে-
বটের ছায়ায় বসতে দেব আসন পেতে!
পদ্মা মেঘনা যমুনা সেতু করবে পারাপার!
দেখবে তুমি বান্দরবান! খাগড়াছড়ি সীতাকুণ্ড পাহাড়!
ঢাকাশহর গেলে দেখবে উড়াল সেতুর বাহার!
গগণচুম্বি অট্রালিকা রয়েছে বেশুমার।
মতিঝিল হাতিরঝিল, লালবাগের কেল্লা,আহসান মঞ্জিল!
দেখে তোমার নয়ন হবে আনন্দে ঝিলমিল!
ঢাকা ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান-
রমনাপার্ক, চন্দ্রিমা উদ্যান আর বলদা গার্ডেনে,
বৃক্ষরাজি পরম স্নেহে তোমাকে নেবে টেনে!
গাজীপুরে গজারি শালবনে, দেখবে আকাশচুম্বী বৃক্ষতরু!
শিলাইদহে নিয়ে যাব যেখানে বসত করতেন কবিগুরু!
লালন সাঁইয়ের আখড়া আছে কুষ্টিয়ার ছেউরিয়াধামে,
আউলাবাউলা ভজনগায় লালনগুরু সিরাঁজসাই নামে।
আওলিয়া দরবেশের মাজার সাধু-সন্যাসী আশ্রমে,
দেখতে পাবে ভীড় লেগেছে মানুষের সমাগমে।
মসজিদ আছে গীর্জা আছে, মন্দির ও প্যাগোডায়
স্বধর্ম পালন আর করতে উপাসনা?
এখানে তোমাকে কেউ বাধাবিঘ্ন দেবেনা।

উৎসর্গ: প্রিয়কবি: CARMEN LILLIANA CHRISTIANSEN CHIMPECAM
দেশ: পেরু, দক্ষিণ আমেরিকা

রচনা স্থান: বাংলাদেশ 🇧🇩
তারিখঃ ২০-০৯-২০২৩