আমার ইচ্ছে গুলি প্রজাপতির মত
রং বেরঙের পাখনা মেলে
উড়ে বেড়ায় ঘুড়ে বেড়ায়
পাতায় ফুলে দোলা জাগায়।
আমার ইচ্ছে গুলি নীল আসমানে তারা
হাত বাড়ালে কভু যায়না তাহা ধরা।
নয়ন পরে সে দুরের আলোকধারা।
আমার স্বপ্ন সেতো নিশি জাগা পাখি
সকাল হতেই দেয় সে উড়াল
ইচ্ছে করে খাঁচায় পুঁড়ে রাখি?