ইচ্ছে আমার ডানা ইচ্ছে আমার ঘুড়ি
ইচ্ছে হলে নিচে নামি ইচ্ছে হলে উড়ি
ইচ্ছে আমার রথ ইচ্ছে পথের গলি
ইচ্ছে হলে বসে পড়ি ইচ্ছে হলে চলি।
ইচ্ছে আমার মুখের ভাষা ইচ্ছে কথার কলি,
ইচ্ছে হলে চুপ থাকি ইচ্ছে হলে বলি।
ইচ্ছে আমার সাহস ইচ্ছে আমার ভয়
ইচ্ছে হলে রুখে দাঁড়াই ইচ্ছে হলে জয়
ইচ্ছে আমার প্রেম ইচ্ছে ভালোবাসা
ইচ্ছে হলে যাওয়া ইচ্ছে হলেই আসা।
ইচ্ছে আমার ঘর ইচ্ছে আমার বাড়ি
ইচ্ছে হলে মানঅভিমান ইচ্ছেহলে আড়ি।
ইচ্ছে আমার সানাই ইচ্ছে আমার বাঁশী
ইচ্ছে হলে কাঁদি আমি ইচ্ছে হলে হাসি
ইচ্ছে আমার নাও ইচ্ছে আমার নদী
ইচ্ছে হলে জলে ভাসাই ইচ্ছে হলে বাঁধি।
ইচ্ছে আমার আবেগ ইচ্ছে বিবেক জ্ঞান
ইচ্ছে হলে কবিতা লিখি ইচ্ছে হলে গান।
তারিখঃ ২৭/০৬/২০২০ ইং