মানুষ মরণশীল মরার আগে অমরত্বের সনদে করে যাই স্বাক্ষর
মানুষের তরে কলমে কালি ভরে, লিখে যাই মমতার বাণীও অক্ষর
সূচনাতে লিখে রাখি মানুষের প্রতি ভালোবাসা,
মানুষের ভালো হোক অন্ধকারে আলো হোক, রেখে যাই এই প্রত্যাশা।
মানুষে মানুষে হোক মিল মহব্বত,
মন্দের সঙ্গ ছেড়ে ভালোর সঙ্গে হোক মানুষের সহবত।
মানুষে মানুষে মারামারি কাড়াকাড়ি বন্ধ হোক
মানুষে মানুষে ভাগাভাগি হোক সুখদুঃখ,
মানুষের ক্ষয়ক্ষতি দুর্গতি দেখে-সহায়তা নিয়ে মানুষ আসুক,
শুরু থেকে শেষ কথা মানুষ মানুষকে ভালোবাসুক।