জীবনে যা ভুল করেছি
ভুলগুলি তো ভুলই ছিলো
ভুল করেছি জীবন ভরা
ছিলোনা তার বাঁধাধরা।
পড়বো যখন স্কুলের পড়া
ছিলাম তখন ঘুমের মরা।
যাবার সময় স্কুলেতে
ইচ্ছে করে সাঁকো হতে,
পড়ে গিয়ে-বই ভিজিয়ে
পেতাম ছুটির মজা
মনে হত জীবনখানা
বড়োই সোজসাজা।
জীবনে যা ভুল করেছি
ভুলগুলি তো ভুলই ছিলো।
স্কুলের পড়া বাদদিয়ে
গল্পপুঁথি নাটক নিয়ে
পালাগান শুনতে গিয়ে,
রাত্রি হতো ভোর,
মনে হত জীবনটাই
তামাশায় ভরপুর।