মানবাধিকার সনদ রইলো ফাইলে সঞ্চিত,
বিশ্বজুড়ে মানুষ হইলো লাঞ্ছিত বঞ্চিত।
বিশ্বজুড়ে যুদ্ধ বাঁধায় সাম্রাজ্যবাদ শক্তি
নিরীহ মানুষ মরে হয় রক্তারক্তি।
এখন আরেক আপদ করোনার ভয়,
মানুষ গৃহবন্দি সারা বিশ্বময়।
গরীব দেশের মানুষ থাকছে খেয়ে না খেয়ে,
মানবাধিকার বাদী আর বিবাদীরা দেখছেনা চেয়ে।
চটকদার সনদ লিখে কি লাভ হইলো আর
কি লাভ করে শুধু সভা সেমিনার?
ভূলুণ্ঠিত হইলো যদি মানবাধিকার।