নবীদের নবী মহানবী আমাদের নবী
আখেরী নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম,
অশান্ত ধরায় আনলেন যিনি শান্তির পয়গাম।
অজ্ঞানের তরে নিয়ে আসলেন আল্লাহর পাক কালাম।
ঘোষনা করলেন আল্লাহর কোন দ্বিতীয় নাই
আল্লাহ হলেন এক,
ইহা ব্যাতিত মানিওনা কেউ উপাস্য অনেক।
ইসলাম হলো শান্তির ধর্ম
অন্তর্ভুক্ত আছে তাতে পাঁচটি কর্ম
কালেমা,নামায,রোযা,হজ্ব যাকাত,
অবশ্যই সবাইকে মানতে হবে তা
ইহজগতে করবেনা কেউ ইহার অন্যতা।
নারী পুরুষে করোনা ভেদাভেদ
কেউ কাউকে দিওনা দোষ,
নারী ও পুরুষের সমন্বয়ে'ই গঠিত
শ্রেষ্টজীব মানুষ।
নারীর উপরে পুরুষের যেমন রয়েছে অধিকার
পুরুষের উপরে ও ধার্য্য আছে সমান মুল্য তার।
নারীকে কভু করবেনা পুরুষ জুলুম অত্যাচার।
অকুন্ঠ ভাষায় বলেছেন ইহা নবীদের সরদার।
মানবেরে তিনি দেখিয়ে গেছেন সহজ সরল পথ,
তাঁর আগমনে দুর হয়েছে ভ্রান্ত সকল মত।
আরবের সকল মুগ্ধ জনতা
আল আমিন বলতো তাঁরে-
ভরপুর ছিল চরিত্র তাঁর,সদগুন সমাহারে।
অপূর্ব সুন্দর ছিল তাঁর বদনবাহার,
স্বর্গমর্ত্য নভোমণ্ডল ভূতলে সমতুল্য নাই তাঁর।
পাকপবিত্র মহামানব তিনি ইমামুল মোত্ত্বাকিন নাম,
মোবারক কদমে জানাই লাখোদুরূদ আর সালাম।