প্রাণীজগতে মানুষই সর্বশ্রেষ্ঠ
মাটি দিয়েই মানুষ গড়েছেন স্রষ্টা ,
সুন্দরের উপমা হিসেবে ফুলই সর্বশ্রেষ্ঠ,
পুষ্প বিকাশেও একমাত্র সহায় মাটির রসটা।
জন্ম সুত্রেই মানুষ পুষ্পানুরাগী,
ফুল দিয়েই হয় আনন্দ ভাগাভাগি
ভালোবাসা নামে বায়বীয় যে বোধ
মানব মনে বিদ্যমান,
পুস্পদানে এই অদৃশ্য হয় দৃশ্যমান।