আশিকে মাসুক ফানা
জিকিরে ফকির ফানা
পানিতে চিনি ফানা
খুনেতে নুন ফানা
অরুনে তমসা ফানা
বরুনে পানি ফানা
নেশাতে দিশা ফানা
দধিতে দুগ্ধ ফানা
ছানাতে মাখন ফানা
আতসে হিম ফানা
ইষ্টকে মাটি ফানা
ইস্পাতে লৌহ ফানা
সাগরে নদী ফানা
বাঁশীতে বাঁশ ফানা
কাশিতে হাসি ফানা
সাধনে সুফী ফানা
তুমিতে আমি ফানা
সুবর্নে সোহাগা ফানা।