যে পা দিয়ে আমি হেঁটে যাই মসজিদে
পুণ্যস্থানে পুণ্যস্নানে, জুলুমের বিপক্ষে মিছিলে
আমার সেই দুখানা পায়ের তলার পবিত্র মাটিতে মুত্রত্যাগ করেছে সাম্রাজ্যবাদী মধুমেহ রোগীরা।
তাই অপবিত্র কাদায় পিছলে গেছে আমার পদপীঠ,
বেঈমানের গতরে ঈমানদারী লেবাস দেখে আমার চোখে পড়েছে মরিচের গুঁড়া,
কোরান পুরাণ বেদ বাইবেলের মনগড়া সবক আমাকে শুনায় বুর্জোয়ারা।
ধর্মের তেলে অধর্মের জাহাজ চালায় যারা,
ফাঁকিবাজির রশিতে সাধুবন্দরে নোঙর গেঁড়েছে তাঁরা