মিথ্যা বানোয়াট খবর
আর গুজবের ছড়াছড়ি
যার যা ইচ্ছা প্রচার করে
নাই কোন কড়াকড়ি।
শিরোনামে যা লেখা
খবর তার উল্টো
ফসকা গেরো দিয়ে
বলে নাট বল্টু।
তিলেতাল তালেতিল
মনগড়া গোঁজামিল
তথ্যের ছয়-নয়
সত্যের লয়-ক্ষয়
এখন আর সংবাদ
বাস্তব বস্তূনিষ্ঠ নয়।
নিন্দা আর পরচর্চা
এসবে তৈরি হয় খবর
যার যা খুশি লেখে
নেই কোন জের জবর।
নীতিমালার বালাই নেই
ফেসবুকে চ্যানেল খুলতে?
যেখানে খুশি যাও ভিডিও
আর ফটো তুলতে।
হাতের মুঠোয় টাচ ফোন
থাকে যদি ঠিক?
আমায় আর ঠেকায় কে?
আমি হলাম গে-
ফেসবুকের-সাংবাদিক।