এই জগতে প্রাণীর বিচরন আছে
প্রাণের স্পন্দন নাই।প্রেমের নদী আছে
হৃদয়ের কল্লোল নাই।পালের নৌকা আছে হালের মাঝি নাই!

ভাবের মন্দির আছে দেবের বসতি নাই
রথ আছে পথ ও আছে শুধু রথী নাই
ভক্ত আছে বেশুমার ভক্তি কেবল নাই।
পুজার মণ্ডপ আছে নাই ধুপবাতি
যোগী আছে যজ্ঞপুরে নাই আরতী!

তদুপরি আশারাখি না হই নিরাশ
বিনীত বাসনাটি করিলাম প্রকাশ
অন্ধকারে উদয় হোক আলোক আভাষ।

অনাবিল সুন্দর হোক ফেসবুকের পাতা
রাহু থেকে মুক্ত হোক বাক স্বাধীনতা
সব মনে জন্মহোক শুভ প্রচেষ্টা
অসম্প্রীতির বীজে মুকুলিত হোক সম্প্রীতি নিষ্টা।

ঘৃনার দাবাগ্নিতে জ্বলুক অশুভের চিতা
প্রীতিডোরে বাঁধা পড়ুক ফেসবুকের মিতা।
শুদ্ধ মন্ত্রে ছিন্ন হোক সব নাগপাশ
অবাধ অবারিত হোক মুক্তডানা বিহঙ্গের
উড়িবার এক টুকরো সুনীল আকাশ।