তোমার মৃত্যু শোক ভুলতে পারিনা
বিয়োগ ব্যথা তোলপাড় করে এই বুকে,
সহজে ভুলবনা ভাই যদিও তুমি আজ নাই,ইহলোকে।
কেমন আছো তুমি ভাই অচেনা অজানা পরলোকে?
জানার তো উপায় নাই,
শুধু তুমি ভালো থাকো,আল্লাহর দরবারে-এই মিনতি জানাই।
তুমি ছিলে আল্লাহর এক সহজ সরল বান্দা,
তোমার মানসলোকে প্রবেশাধিকার পায়নি কখনো,জীবনের জটিল অংক,জগতের কুটিল কোন ধান্দা।
আপনাতেই আপনি ছিলে মগন-
খেয়াল ছিলনা,কে-এল, কে-গেল, কোথায় কখন।
তোমার গতরে বেশিদিন লাগেনি মোহময়ী পৃথিবীর-কুটচক্র বায়ু
অল্প বয়সে তোমার সমাপ্ত হল পরমায়ূ।
ডাক্তার দেখাতে গিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত,লাশবাহী গাড়ি চড়ে বাড়ি,এলে ভাই,
জানাগেছে তোমার আর প্রয়োজন নাই, ওষুধ-দাওয়াই।
কান্নাকাটি আহাজারি হয়ে গেল শুরু
বিনামেঘে বজ্রপাতে,বুকে দুরুদুরু।
তোমার মৃত্যুশোকে মুহ্যমান জননী তোমার-
এমরান-এমরান,বলে অজ্ঞান হয়ে পড়েন বারবার।
পুত্রহারা এই মাকে স্বান্তনা দেবার ভাষা,কারো জানা নাই-
তোমার কি জানাছিল ভাই?
জানা থাকলে কেন তুমি আগেভাগেই-বলে যাও নাই?
দেখেছি তোমার জন্ম,বেড়ে ওঠা, সাবালকত্ব-
পরে এসে আগে চলে গেলে,
মানতে বড় কষ্টহয় এ-কঠিন সত্য।
তবু পাড়াপড়শী সকলে করেছি সবর,
তোমার মায়ের কান্না থামেনা কখনো
দু'চোখে অশ্রুজল বহে নিরন্তর।
তুমি তাঁর নাঁড়িছেড়া ধন
তোমাকে হারানোর দুঃখ-
কলিজায় লেগেছে জবর।
মৃত্যু কোন ক্ষতি নয় ক্ষতিপূরণ চাইনাকো-তার,
চাইশুধু মাগফিরাত তোমার বিদেহী আত্মার।
পরলোকে থাকো-সুখে, ভাইটি আমার-
কবর,হাশর,মীযান,পুলছিরাতে
দয়াহোক তোমার প্রতি,দয়াময়- দয়ালু আল্লাহর।
মোঃ আবু নাসের খান-এমরান।
জন্ম: ৫ই আগষ্ট ১৯৮২ ইং ।।মৃত্যু: ৬ই সেপ্টেম্বর ২০১৯ ইং।।
পিতা:মরহুমঃ আব্দুস শহিদ খান, মাতা: মোছাঃ শরিফা খাতুন।
বসত: জামালপুর খানবাড়ি,
জগন্নাথপুর, সুনামগঞ্জ, বাংলাদেশ।