আল্লাহর কৃপায়, আল্লাহ প্রেমের অগ্নি পরীক্ষায় জয়ী ইব্রাহিম খলিল উল্যাহ।
আল্লাহর আদেশ করে শিরোধার্য।
উদ্যত ছুরির নিচে প্রিয়তম পুত্রকে শুয়ায়ে জবাই করার সংকল্পে স্থির।
পুত্র ইসমাইল জবি উল্লাহ পিতাকে বললেন প্রভুর আদেশ পালন করুন পিতা আমি খুশি মনে নত করলাম শির।
পরবর্তী কালে আল্লাহর প্রিয়পাত্র এই দুই নবীর। বংশপরম্পরায় জন্ম হয় ফাতেহুল আম্বিয়া খাতেমুন নাবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ।
পূর্বতন পিতৃপুরুষের
পুণ্য স্মৃতিবাহী ঈদুজ্জোহা পালন করার দায়।
পরবর্তী উম্মতে মোহাম্মদীর (সঃ)এর  উপর বর্তায়।
সে ঈদ সমুজ্জল ত্যাগের মহিমায়।
যে ঈদ শেষ নবীর আগমনে শুরু-
সে ঈদের আদর্শ
আগে হও আল্লাহভীরু।
আল্লাহর নামে নত করো মন।
আল্লাহর ওয়াস্তে হোক মুসলমানের সকল আয়োজন।
মনের পশু হত্যা করো আগে-
বনের পশু কোরবানি দাও বাদে।
বনের পশু জবাই করে কি লাভ?
মনে যদি থাকে পশুর স্বভাব।
আল্লাহর নামে জবাই করে
গরু-দুম্বা-খাশি-উট।
তিল পরিমাণ অহংকারে কোরবানি হয় ঝুট।
সর্বাগ্রে মনে মনে শুচি শুদ্ধ থাকি।
না হলে ধর্মকর্ম হয়ে যায় পোষাকি!!

উৎসর্গঃ সবাইকে ঈদের শুভেচ্ছা স্বরুপ।
ঈদুজ্জোহা ১০ জুলাই
রোববার ২০২২ ইং