"বিদ্যার মতো চক্ষু নেই
আসক্তির মতো দুঃখ নেই"
কবিতার শিরোনামে জুড়িয়া দিলাম,
মহানবীর মহামুল্য মোবারক, মুখের কালাম।
নবীর পবিত্র নুরানী কদম মোবারকে,
কবির লাখোকোটি দুরুদ আর সালাম।
ভক্তি থেকে আসক্তি হয় যদি প্রবল
দিনে দিনে ধর্মবোধ হইবে দুর্বল।
আসক্তিতে শক্তিনাশ জানিও নিশ্চিত,
আসক্তের কাণ্ডজ্ঞান হয়ে যায় রহিত।
আসক্তি এক চিরায়ত দুঃখের নাম,
জীবনভর বইতে হয় আসক্তির দুর্নাম।
মদের আসক্ত হলে লোকে বলে মদ্যপ মাতাল,
ক্ষমতার আসক্তি ঘটায় অঘটন জঞ্জাল।
ধনের আসক্তি এলে, দুর হয় মনের সবুরী,
ধীরে ধীরে বিবেক বুদ্ধি হয় কমজোরি।
পাপে যার আসক্তি হয় তাপে যায় জীবন।
আসক্তির দাসত্বে বন্দী হয়ো না কখন।
২২-০৯-২০২০ খ্রীঃ