আমি দুঃখ পেয়েছি,
কোথায় কার কাছে আমি দুঃখ পেয়েছি?
কেন কি কারণে আমি দুঃখ পেয়েছি?
দুঃখ রাখবার জায়গা আমি কোথায় পাবো
দুঃখ আমি সইতে বা বইতে পারবো কি?
কেউ একবারও জানতে চাইলো না?
দুঃখের ভাগ বাটোয়ারা হয়না
দুঃখের অংশিদার কেউ হতে চায়না।
দুঃখ ভোগ করতে হয় একা।
দুঃখের সিন্দুক তালা দিয়ে রাখতে হয়না।
দুঃখ চুরির ভয় নেই।
দুঃখের দরোজা জানালা খোলা রাখলেও
কেউ একবিন্দু দুঃখ নেয়না।
আমি দুঃখ পেয়েছি,আর কেউ দুঃখ পায়
আমি তা চাইনা।
দুঃখ যে পায়, নিজের দুঃখ নিজেই সামলায়।
দুঃখ যারা পায়, যার যার দুঃখ তারই
আমি দুঃখ পেয়েছি, আমার দুঃখ আমার'ই।