দরখাস্ত
মোঃ সাদিকুর রহমান রুমেন
হে প্রভু তুমি মোদের
বিশ্বাসের দাবি
তোমার কাছে আমাদের
জীবন মরনের চাবি।
মোহাম্মদ মোস্তফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমার প্রেরিত শেষ নবী
সদগুন ও মহত্ত্বের জীবন্ত ছবি।
আপদ বিপদে দিলে
তাঁর দোহাই
করেছো ওয়াদা তুমি
মিলবে রেহাই।
নবীকে বলেছো তুমি
রাহমাতুল্লিল আলামিন
শোকর আলহামদুলিল্লা
ইয়া রব্বুল আলামিন।
মানুষের শিওরে খাড়া
করোনার যম
অকাতরে নেয় প্রাণ
মানে না বেশকম।
দয়াল নবীর উসিলায়
দয়া করো দয়াময়
ভয়ার্ত মানুষ কে তুমি
করো নির্ভয়।
তোমার দরবারে জানাই
সবিনয় দরখাস্ত
মানুষ কে জয়ী করো
করোনা হোক পরাস্ত।