ফিরে এসো বঙ্গবন্ধু
ফিরে এসো জাতির পিতা,
ফিরে এসে দেখো
সোনার বাংলাদেশ তোমার, আগলে রেখেছেন জননেত্রী শেখ হাসিনা,
তোমারই সুযোগ্য দুহিতা।
ফিরে এসো হে দেশপ্রেমিক
ফিরে এসো প্রিয় নেতা,
ফিরে এসে দেখো-
তোমার হত্যাকারীদের বিচার করেছে
বাংলাদেশের জনতা।
ফিরে এসো হে শ্রেষ্ঠ বাঙালি
ফিরে এসো বাঙলায়-
ফিরে এসে দেখো,
বঙ্গোপসাগরে এত জল নেই
বাঙালি যতখানি ভালোবাসে তোমায়।