আমার বিরুদ্ধে তোমার
মানহানির মামলা ঠুকে দিয়েছেন, তোমার কিছু গায়েপড়া শুভার্থী পাবলিক।
আমার কবিতাই তাদের সাক্ষী সাবুদ।
আমার অপরাধ,তোমার পায়ের পাতা
থেকে উরু,নাভিমুল থেকে ভুরু পর্য্যন্ত
নিঁখুত সৌন্দর্য্যের উন্মুক্ত বর্ণনা লিপিবদ্ধ করেছি আমি, আমার কবিতায়।
এখানে নাকি,বন্দনা আর বদনামীর
সমান অর্থ খুঁজে পেয়েছেন তারা?
কিন্তু তুমি যখন চিড়েচ্যাপ্টা ভীড়ে
কোন পাবলিক যানবাহনে সওয়ার হও
তখন তোমার এইসব স্বজন শুভার্থীরা
তোমার নিতম্ব কিংবা বুকে চাপ দিয়ে নির্বিকার অন্যদিকে চেয়ে থাকেন চুপচাপ।
যেনো তারা কিছুই করেন নি?
তুমি খামোকা সন্দেহের আঙ্গুল তুলছো এইসব সাধু সজ্জনদের দিকে।