নারীর নারী বন্ধু হলে জড়িয়ে ধরা বৈধ
বিবাহ ছাড়া নারী পুরুষে জড়াজড়ি অবৈধ।

নারীতে নারীতে যত হোক জড়াজড়ি
নাই তাতে সুখ কানাকড়ি।

বাঁশেতেই বাঁশরী হয় মধুর সুরে বাঁজে
পুরুষবিনা নারীর যৌবন লাগে বলো কোন কাজে?

চুম্বকের আকর্ষণ বিপরীতমুখী,
নারী পুরুষ মিলনে দুজনেই সুখী।