মানুষ মরনশীল দুনিয়া এক অতিথিশালা
জন্ম আর মৃত্যুর মাঝখানে-
কিছুদিনের ভোজন-লীলা।
মরে গেলে পড়ে রয় নামখ্যাতি যশ
মাটিতে আছাড় খেয়ে-
ভেঙে পড়ে মাটির কলস।
মরে গেলে শেষ হয় আরাই বড়াই
চিরতরে লুপ্ত হয় ভোগের লড়াই।
পরমায়ু সাঙ্গ হলে ভোজ-লীলা শেষ
প্রাণপাখি উড়াল দিয়ে হয় নিরুদ্দেশ
তবুও তো শেষ হয়না রয়ে যায় রেশ,
আত্মার আত্মীয় কেউ মারা গেলে
মনের মণিকোঠায় চোট লাগে বেশ।