কবি তোমার কলমের দোহাই
আমাকে নিয়ে একখানা কবিতা লিখো
কতকিছুই তো তোমার কল্পনায় আঁটে,
তাহলে কেনো তুমি লিখতে পারোনা?
সরলা এই গৃহস্থবালার আটপৌরে জীবনের,
শোক সন্তাপ পূণ্যপাপ,প্রেম প্রণয়ের কথা।
এই দেখো কবি আমার পরানের গহীন ভিতর প্রবাহিত হৃদয় সিন্ধুর উপর
প্রেমের পালতোলা একখানা ময়ুর সাম্পান।
তুমি কি দেখতে পাওনা কবি?
এই ভরা যৌবনে আমার বুকের পাঁজরে মুর্ত দুটি ভেলবেট পাহাড়ের মধ্যবিন্দু বরাবর প্রেমে ধ্যানমগ্ন কোন প্রেমিকের বিমুর্ত ছবি।