পানের লতা উঠেছিল
সুপারিগাছ বেয়ে
সে দৃশ্যপট দেখতে পেল
দুইটি পথিক চেয়ে।

কাকপক্ষী'র দল বসতো
সুপারি গাছের মাথায়
মলত্যাগ করলে তারা
পড়তো পানপাতায়।

শুকিয়ে গেলে মনে হত
পানপাতায় চুন
তাই দেখে দুই পথিক
অবাক শতগুণ।

একজনা কয়
আরেকজনে
দেখো বিধির গুণ
একই গাছে ফলেছে
পানসুপারি চুন।