পৃথিবী নামের গ্রহের এক পৃষ্টে কতো হাসপাতাল, অপারেশন থিয়েটার ওষুধ ডিসপেনসারি ডাক্তার, অসুস্থ মানুষকে সুস্থ করার প্রয়াস।
আর্তমানবতার সেবায় কতো দান খয়রাত ত্রান তৎপরতা।
কতো স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় শিক্ষাদীক্ষা বিতরণ।
কতো খেত খামার চাষবাস কলকারখানা উৎপাদন।
হাটবাজার ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট যানবাহন চলাচল।
ধর্মশালা উপাসনা, মাঠ ময়দান খেলাধুলা নাট্যমঞ্চ বিনোদন।
মানব সভ্যতার বিকাশে পৃথিবীতে মানবিক সব আয়োজন।
শান্তশিষ্ট পৃথিবী ঘুরছিল তার স্বাভাবিক ঘুর্ণন।
পৃথিবীর উল্টোপিঠে চলে তার বিপরীত ব্যতিক্রম!
সেখানে কতো, সেনা ছাউনি, দেশে দেশে যুদ্ধের মহড়া।
কতো যুদ্ধাস্ত্র, বোমা বিস্ফোরক, গোলাবারুদ কামান বন্দুক, রাইফেল, মেশিনগান, এলএমজি এসএলার,ভুমি মাইন, ডেনামাইট, ট্যাংক রকেট লাঞ্চার, রণতরী যুদ্ধ বিমান, সুস্থ মানুষকে মেরে ফেলবার কতো রকমারি ঝকমারি।
ধর্মের দোহাই দিয়ে অধর্মের উত্থান, হিংসা বিদ্বেষ হানাহানি।
পুঁজিবাদ সাম্রাজ্যবাদ, রাজনৈতিক বৈরিতা, মামলা মোকদ্দমা, সন্ত্রাসী হামলা, ডাকাতি লুটপাট।
দলবাজি দখলবাজি, চাঁদাবাজি নকলবাজি।
সুদঘুষ দুর্নীতি, জুয়া জবরদস্তি জবরদখল।
ছলনা চাতুরি ঠকবাজি,বাটপারি মদ্যপান, শ্লীলতাহানি, বলাৎকার।
মানব সভ্যতা ধ্বংসের চুড়ান্ত অশুভ আয়োজন।
মানুষ হারিয়েছে তার নিজস্ব নিয়ন্ত্রণ!
সামগ্রিক নিয়ন্ত্রণের ভার রয়েছে যার হাতে, এসব দেখে, তিনি কি আর নির্বিকার থাকতে পারেন? বিধাতার মার, জগতের পার, নিমিষেই পৃথিবী তোলপাড়।
পৃথিবীর প্রতি নেমে এলো ঐশী আদেশ।
শান্তির বিরুদ্ধে যারা, হোক তাদের অশান্তির একশেষ।
শান্ত পৃথিবীর একি বৈরি আচরণ? শুরু হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, কতো মারি মহামারি,খরা অতিবৃষ্টি,ঝড় তুফান, সাইক্লোন,ভুমিকম্প ভুমিধ্বস,প্লাবন মহাপ্লাবন, অতিশীত,অতিউষ্ণতা, জলবায়ুর আমুল পরিবর্তন।
বিলুপ্তির গহ্বরে এখন পৃথিবীর স্বাভাবিক আবর্তন।
মানুষের চৈতন্যবোধ না হলে এ থেকে রেহাই নেই এ দশার হবেনা উত্তরন।
বৈরী বাতাসে উড়ে যাবে দম্ভ আর দাম্ভিকের সব আস্ফালন।